Thursday, July 7, 2016

সূর্যোদয়ের অপেক্ষায় : ৩

এই যে সময়টায় আমরা বেঁচে আছি....
সেটা......
  ভাবাচ্ছে....
  কাঁদাচ্ছে....
নীরবতা...... আর  ভয়ে....
অসহায়তা.....
বিশ্বাস.... নিজস্ব....নিজের....
তাকে...."ধর্ম " নামে ডাকলেই....
সবটা বদলে যাবে?

.........................


আজকে ওর আসার কথা....- ছিল...
আজকে  আসবে....  - বলেছিল...
                           বন্ধুরা....
আজকে ওকে বলবে...... -  ভেবেছিল....
আজকে ওদের প্রথম....  - হতো....
                            দেখা....

চাঁদ দেখা যায়...
গাঢ় কালোয়....
একটা আলোর আঁক.....
হাত বাড়িয়ে...
তাই ছুঁতে চাস -তুই?
আমায় ওরা কবর দিল...
তার ভেতরেই....  শুই....

তুই....
তবু- গান গাইতেই  থাকিস.....
ওদের এখনও সুর হল না... শেখা...
বুকের বাঁদিক... কখন হল...  খালি!
হৃৎপিন্ড বেচেই.... ওদের গোলাবারুদ  কেনা!

আজকে ওর আসার কথা....- ছিল...
আজকে  আসবে....  - বলেছিল...
                           বন্ধুরা....
আজকে ওকে বলবে...... -  ভেবেছিল....
আজকে ওদের প্রথম....  - হতো....
                            দেখা....

আর হবে না...
আর বেঁচে নেই....কেউ....
সেদিন যত.... মানুষ হল মৃতদেহ.....
তারও বেশী... মৃত এখন.... পৃথিবীতে....
অন্ধ....
অচল....মৃতদেহের ভিড়...
বাড়তে থাকেই....

কাগজ জুড়ে...  খবর থাকে শুধু....
খবরে দেওয়া -
রক্ত আর রক্তাক্তের হিসাব....
পাতা উল্টে......
খেলার খবর পড়ি...
স্বপ্ন দেখা....
ঢাকতে পারে না হিজাব....

তোমরা শুধু.....
আঙুল তুলতে পারো...
তোমরা  শুধু...
দিচ্ছ অজুহাত....
ক্ষত  ক্রমে গভীর হয়....
বাড়তে থাকে রক্তপাত....

আজকে ওর আসার কথা....- ছিল...
আজকে  আসবে....  - বলেছিল...
                           বন্ধুরা....
আজকে ওকে বলবে...... -  ভেবেছিল....
আজকে ওদের প্রথম....  - হতো....
                            দেখা...
হয়নি....
তবু.....
চাঁদ দেখা যায়...
স্বপ্ন খুঁজতে থাকি.....


ধর্ম বলতে....
এখন  সবার ভয়..
"ঈদ মোবারক" .......  বলব কাকে?
বলতে ইচ্ছে......
বলতে ভীষণ....  কষ্ট হয়.....

Monday, June 6, 2016

সূর্যোদয়ের অপেক্ষায় : ২


হয়ত..... লেখাটার উপলক্ষ্য- ৫ই জুন: পরিবেশ দিবস...
কিন্তু  উপলক্ষ্যটা বোধহয়... শুধুই এটা নয়....
লেখাটা হয়ত.... কোনো উপলক্ষ্যেই নয়.....
হয়ত.... এই ' সময়'টার উদ্দেশ্যে......



দিতে না চাইলে, কেড়ে নেওয়াই নিয়ম!
সেই নিয়মেই চলছে - সমাজ, দেশ -
গুলি - বন্দুক - মানববোমা; কিনছি সবাই -
পেটের খিদে আর বিশ্বাস বিকিয়ে...

... সবুজ কেটে বানাচ্ছি ঘরবাড়ি -
জানলা দিয়ে ছুঁড়ে ফেলছি - জঞ্জাল;
অনেকদূর দেখব, তাই বসাচ্ছি - দূরবীন!
তাকিয়ে দেখি - নিজের কাছে জমছে ক্ষোভ -
আমার ঘরে আসতে পারো - তুমি,
শর্ত হিসেবে,  প্রয়োজন শুধু - পণ আর পণ্য;
... পরজীবী  প্রবণতায় - বাড়ে লোভ...
চাহিদা বাড়ে -
                  আরো - আরামের...
অহঙ্কার বাড়তে থাকে -
         টাকা দিয়ে কিনে নেবো সব!
আমার অসুখ  -
                তোমার মধ্যে -বাড়ছে...

... চেনা জনের অচেনা হওয়া - বাড়তে থাকে;
সেই  অচেনার পাশেই রোজ শুই -
জন্মদিনে জানি, দিবি - দামী উপহার,
ভালবাসার মানে বুঝলি না  তুই...

ভালবাসার মানে কি বোঝে কেউ?
স্বপ্নগুলোর বসবাস তাই বহুতলে?
ভরসাগুলো ঘর বাঁধছে - রেস্তরাঁয়-
উন্নয়নের বর্জ্যগুলো বইছে - ঢেউ ...

তীব্র হয়- 'আমরা-ওরা'  - চীৎকার;
পৃথিবী জুড়ে বাড়তে থাকে - ভীড়
এবার বোধহয় -
মানুষ খোঁজা দরকার......





  

Thursday, January 21, 2016

সূর্যোদয়ের অপেক্ষায়: ১

পেশোয়ার: ১৬/১২র উদ্দেশ্যে

বর্তমান সময়ের উদ্দেশ্যে


আজ ...অমাবস্যা নয়


               জানি,
                   আজ অমাবস্যা নয়  -
              জানি, সময়টা একুশ শতক,
আমরা সব বাস করি সভ্য’  জগতে;
                                তবু,
                                         এই শীতল অন্ধকারে
                                          অবিশ্বাসী হই আমি
     মানুষ হিসেবে ?
             কারাতবে হাতে নিয়ে মাংসাশী বন্দুক
         নিশানায় রাখল আমাকে ?
তবে, কার কথা মতোবন্ধু তোমাকে- কেড়ে নিল-
                                   ক্রীতদাস বুলেট ?
             নোনাজল উঠে আসে কবরের থেকে
শতাধিক সন্তান আমার ,
                আজ আর কেউ বেঁচে নেই
             আছে শুধুথরে থরে নিথর কফিন
       ততধিক প্রাহীন দেহ-
                          ‘মা’-ডাক বুকে নিয়ে, যারা সব বোবা হয়ে গেছে;
-   আমাদের ঘিরে থাকা নীলচে হাওয়ায়,
                        -উচ্ছিষ্ট দগ্ধ বারুদ-
খোদাই করছে, সেই রক্তাক্ত নির্লজ্জতা
অর্থহীন প্রতিটা দীর্ঘশ্বাসে;   -হিংস্র আঁচড়ের আঘাত;

                          … বুক চিরে যারা ছিঁড়ে নিল-         সুগন্ধী ফুল
পচন ধরবে তাদের নৃশংস হাতে;
                           চাই, এই যন্ত্রণা চেয়ে নিকপ্রতিবাদ
           আমাদের সকলের থেকে
            প্রতিবাদ- গিলে খায় –        বন্ধুর শরীরের ক্ষত

                     …মৃত্যুতে মিশে গেল –            বেঁচে থাকা চেতনা আমার
             শেষ দেখা স্কুল বাড়ি
       -বিকৃত করে দিল রক্ত,
                  মরে গেল ,       স্বপ্নরা
                  মরল,              আগামী
               মরে গেল- বিশ্বাস –             সবচেয়ে দামী;
          মরল মানুষ
               মারল যারা ;         মানুষের মত… ?
           মারল তোমাকে আমাকে
                              লজ্জা ঘেরে চারপাশ,  তীব্র অন্ধকারে-
        -আর অনেক নীরবতা-
                                         জানি,
                                                 আজ অমাবস্যা নয়
          

                 - আবারও চলল গুলি......মরল মানুষ...... কেন?          কেন হল রক্তাক্ত মানবিকতা ........?......সূূর্যাস্তের অন্ধকার বড় কালো.....
                                  ২০/০১/২০১৬........ -র উদ্দেশ্যে.......                                         আজ......অমাবস্যা......নয়