Thursday, January 21, 2016

সূর্যোদয়ের অপেক্ষায়: ১

পেশোয়ার: ১৬/১২র উদ্দেশ্যে

বর্তমান সময়ের উদ্দেশ্যে


আজ ...অমাবস্যা নয়


               জানি,
                   আজ অমাবস্যা নয়  -
              জানি, সময়টা একুশ শতক,
আমরা সব বাস করি সভ্য’  জগতে;
                                তবু,
                                         এই শীতল অন্ধকারে
                                          অবিশ্বাসী হই আমি
     মানুষ হিসেবে ?
             কারাতবে হাতে নিয়ে মাংসাশী বন্দুক
         নিশানায় রাখল আমাকে ?
তবে, কার কথা মতোবন্ধু তোমাকে- কেড়ে নিল-
                                   ক্রীতদাস বুলেট ?
             নোনাজল উঠে আসে কবরের থেকে
শতাধিক সন্তান আমার ,
                আজ আর কেউ বেঁচে নেই
             আছে শুধুথরে থরে নিথর কফিন
       ততধিক প্রাহীন দেহ-
                          ‘মা’-ডাক বুকে নিয়ে, যারা সব বোবা হয়ে গেছে;
-   আমাদের ঘিরে থাকা নীলচে হাওয়ায়,
                        -উচ্ছিষ্ট দগ্ধ বারুদ-
খোদাই করছে, সেই রক্তাক্ত নির্লজ্জতা
অর্থহীন প্রতিটা দীর্ঘশ্বাসে;   -হিংস্র আঁচড়ের আঘাত;

                          … বুক চিরে যারা ছিঁড়ে নিল-         সুগন্ধী ফুল
পচন ধরবে তাদের নৃশংস হাতে;
                           চাই, এই যন্ত্রণা চেয়ে নিকপ্রতিবাদ
           আমাদের সকলের থেকে
            প্রতিবাদ- গিলে খায় –        বন্ধুর শরীরের ক্ষত

                     …মৃত্যুতে মিশে গেল –            বেঁচে থাকা চেতনা আমার
             শেষ দেখা স্কুল বাড়ি
       -বিকৃত করে দিল রক্ত,
                  মরে গেল ,       স্বপ্নরা
                  মরল,              আগামী
               মরে গেল- বিশ্বাস –             সবচেয়ে দামী;
          মরল মানুষ
               মারল যারা ;         মানুষের মত… ?
           মারল তোমাকে আমাকে
                              লজ্জা ঘেরে চারপাশ,  তীব্র অন্ধকারে-
        -আর অনেক নীরবতা-
                                         জানি,
                                                 আজ অমাবস্যা নয়
          

                 - আবারও চলল গুলি......মরল মানুষ...... কেন?          কেন হল রক্তাক্ত মানবিকতা ........?......সূূর্যাস্তের অন্ধকার বড় কালো.....
                                  ২০/০১/২০১৬........ -র উদ্দেশ্যে.......                                         আজ......অমাবস্যা......নয়



No comments:

Post a Comment