Monday, June 6, 2016

সূর্যোদয়ের অপেক্ষায় : ২


হয়ত..... লেখাটার উপলক্ষ্য- ৫ই জুন: পরিবেশ দিবস...
কিন্তু  উপলক্ষ্যটা বোধহয়... শুধুই এটা নয়....
লেখাটা হয়ত.... কোনো উপলক্ষ্যেই নয়.....
হয়ত.... এই ' সময়'টার উদ্দেশ্যে......



দিতে না চাইলে, কেড়ে নেওয়াই নিয়ম!
সেই নিয়মেই চলছে - সমাজ, দেশ -
গুলি - বন্দুক - মানববোমা; কিনছি সবাই -
পেটের খিদে আর বিশ্বাস বিকিয়ে...

... সবুজ কেটে বানাচ্ছি ঘরবাড়ি -
জানলা দিয়ে ছুঁড়ে ফেলছি - জঞ্জাল;
অনেকদূর দেখব, তাই বসাচ্ছি - দূরবীন!
তাকিয়ে দেখি - নিজের কাছে জমছে ক্ষোভ -
আমার ঘরে আসতে পারো - তুমি,
শর্ত হিসেবে,  প্রয়োজন শুধু - পণ আর পণ্য;
... পরজীবী  প্রবণতায় - বাড়ে লোভ...
চাহিদা বাড়ে -
                  আরো - আরামের...
অহঙ্কার বাড়তে থাকে -
         টাকা দিয়ে কিনে নেবো সব!
আমার অসুখ  -
                তোমার মধ্যে -বাড়ছে...

... চেনা জনের অচেনা হওয়া - বাড়তে থাকে;
সেই  অচেনার পাশেই রোজ শুই -
জন্মদিনে জানি, দিবি - দামী উপহার,
ভালবাসার মানে বুঝলি না  তুই...

ভালবাসার মানে কি বোঝে কেউ?
স্বপ্নগুলোর বসবাস তাই বহুতলে?
ভরসাগুলো ঘর বাঁধছে - রেস্তরাঁয়-
উন্নয়নের বর্জ্যগুলো বইছে - ঢেউ ...

তীব্র হয়- 'আমরা-ওরা'  - চীৎকার;
পৃথিবী জুড়ে বাড়তে থাকে - ভীড়
এবার বোধহয় -
মানুষ খোঁজা দরকার......





  

No comments:

Post a Comment